বিস্তারিত
২৮ জানু, ২০১৮ - কী সেবা কীভাবে পাবেন. ক) মিউটেশন/নামজারীঃ মিউটেশন/নামজারীর আবেদনের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র দাখিলকরতেহয়ঃ- (১) ক্রয়ক্ষেত্রেঃ- ক্রয় ও প্রয়োজনীয়বায়াদলিলেরকপি। (২) মৃত্যুরক্ষেত্রেঃ- ওয়ারিশসনদপত্র। (৩) হেবাদলিলের ক্ষেত্রেঃ- হেবাদলিলেরকপি। এবং সকল রেকর্ডীয় পর্চা/খতিয়ানের সার্টিফাইড কপি। কতদিনে মিউটেশনের প্রক্রিয়া সম্পন্ন হবেঃ মালিকানা বিষয়ে কোন বিতর্ক না থাকলে আবেদন প্রাপ্তির তারিখ থেকে সর্বোচ্চ ৪৫ (পয়তাল্লিশ) দিনের মধ্যে কার্যক্রম সম্পন্ন করা হবে। মিউটেশনের জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবর দরখাস্ত দাখিল করতে হয়। (খ) পর্চা/খতিয়ানের সইমোহর নকল সরবরাহঃ দরখাস্ত দাখিল করতে হবে জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ের মহাফেজ ...ভূমি বিষয়ক তথ্য ও ফরম. অর্থ বিক্রি বা অবহিত হওয়ার খতিয়ান কী ? মৌজা ভিত্তিক এক বা একাদিক ভূমি মালিকের ভূ-সম্পত্তির বিবরন সহ যে ভূমি রেকর্ড জরিপকালে প্রস্তুত করা হয় তাকে খতিয়ান বলে। সি,এস রেকর্ড কী ? সি,এস হল ক্যাডাস্টাল সার্ভে। আমাদের দেশে জেলা ভিত্তিক প্রথম যে নক্সা ও ভূমি রেকর্ড প্রস্তুত করা হয় তাকে সি,এস রেকর্ড বলা হয় .... ইউনিয়ন ভূমি অফিস. বর্তমানে বন্দোবসত্মযোগ্য কৃষি খাস জমির পরিমান. বিবেচ্য মাসে বন্দোবসত্মকৃত কৃষি খাস জমির পরিমান. বিবেচ্য মাসে উপকারভোগী. পরিবারের সংখ্যা. কবুলিয়ত সম্পাদন হয়েছে এমন পরিবারের সংখ্যা. অবৈধ দখলীয় কৃষি খাস জমির পরিমান. মামলা মোকদ্দমার জড়িত কৃষি খাস জমির পরিমান. বন্দোবসত্মযোগী নয় এরূপ কৃষি খাস জমির পরিমান.