শেরপুর ইউনিয়নের তিন পাগলার মাজারে মাজারে প্রতি বছর পৌষ মাসের ১৭ থেকে ১৯ তারিখ পর্যন্ত বার্ষিক এ মেলা বসে। মেলায় সন্ধ্যা থেকে শুরু করে শেষরাত অবধি চলে মুর্শিদী ও মারফতি গান। বিভিন্ন এলাকা থেকে ফকির-পাগলারা আসেন বলেই এই মেলার নাম 'পাগলার মেলা'। কিন্তু এখন এই মেলায় পাগলের দেখা মেলে না। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই মেলায় স্থানীয় একটি চক্রের নেতৃত্বে বসানো হয়েছে জুয়ার আসর। বাঘা চান মাজারের খাদেম সৈয়দ আবুল হাসনাত জানান, স্থানীয় একটি অসাধু চক্র জুয়ার আসর বসিয়ে ওরশ উদযাপনকে ম্লান করে দিচ্ছে। জুয়া বোর্ডের সঙ্গে প্রভাবশালীরা জড়িত বলে মাজার সংশ্লিষ্টরা এ ব্যাপারে মুখ খোলার সাহস .
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS