Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অবসর পাঠাগার

 

                                অবসর পাঠাগার

একটি সম্পূন অরাজৈনতিক ও সামাজিক সংগঠন। পাঁচরুখী বাজার সংলগ্ন এই পাটাগাড় অব্থত।একটি সম্পূন অরাজৈনতিক ও সামাজিক সংগঠন। পাঁচরুখী বাজার সংলগ্ন এই পাটাগাড় অব্থত।একটি সম্পূন অরাজৈনতিক ও সামাজিক সংগঠন। এই সংঘটনে অনেক গণ্য মাণ্য ব্যক্তি বরগ জরিত আছে। এতে স্কুল কলেজের ছাত্র ছাত্রী এস প্রতিদিন বই পড়ে সময় কাটায়। এই পাটাগারটি সুন্দর ভাবে পরিচালিত হয়ে আসছে। এর সদস্য সংখ্যা প্রায় ২০০ জন। এলাকার মানুষের কাছে এটি একটি জনপ্রিয়। কারণ এলাকার ছেলেরা এখানে এস সুন্দর ভাবে সময় কাটাতে পারে। এর কারণে এলার মানুষ কারাপ কাজ থেকে দূরে থাকে।

এলাকার বিভিন্ন ধরনের অনুষ্ঠানে এরা সহযোগিতা করে আসছে। তাই এই প্রতিষ্ঠানটি এলাকার মানুষের কাছে প্রিয়।